বড়াইগ্রামে দুই শিশুকে বলাৎকারের অভিযোগ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে চকলেট দেয়ার প্রলোভনে সাত ও আট বছর বয়সী দুই শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার রাতে অভিযুক্ত রফিকুল ইসলাম মিয়াজীর (৬৫) নামে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। রফিকুল ইসলাম উপজেলার কুমরুল সাহাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদের মিয়াজীর ছেলে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ অক্টোবর) ওই দুই ছেলে চকলেট কেনার জন্য রফিকুল ইসলামের বাড়ির বেলকনির মুদি দোকানে যায়। এ সময় রফিকুল ইসলাম তাদেরকে চকলেট দেয়ার কথা বলে বাড়ির মধ্যে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির স্টোর রুমে নিয়ে গিয়ে দুই শিশুকে জোর করে বলাৎকার করে। পরে এ বিষয়টি কাউকে জানালে তাদেরকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরপর শিশু দুটি শারীরিক ভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়লে সোমবার তারা বাবা-মায়ের কাছে বিষয়টি প্রকাশ করে। পরে রাতেই এক শিশুর পিতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রফিকুল ইসলাম পলাতক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: নভেম্বর ২, ২০২২ | সময়: ৬:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ