সর্বশেষ সংবাদ :

মান্দায় চাঁদাবাজির সময় যুবক আটক

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উপস্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ফার্মাসিস্ট মনিরুল ইসলামের কাছ থেকে চাঁদা আদায়ের সময় এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে মান্দা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে পরানপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটক যুবকের নাম মোজাম্মেল হক মিজু (৩০)। তিনি উত্তর সোনাপুর (কানারমোড়) গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ফার্মাসিস্ট মনিরুল ইসলাম জানান, বিভিন্ন ভয়ভীতি ও চাকরিচ্যুত করার হুমকি দিয়ে কয়েকদিন আগে মোজাম্মেল হক আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে যায়। আজ মঙ্গলবার দুপুরের দিকে এসে একইভাবে আরও ৫ হাজার টাকার দাবি করে।
তিনি আরও বলেন, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। বিষয়টি কৌশলে স্থানীয় লোকজনকে জানালে তারা মোজাম্মেল হককে আটক করে। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।


প্রকাশিত: অক্টোবর ৫, ২০২২ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ