বৃষ্টি আর উইকেটকে দুষলেন সালমা

স্পোর্টস ডেস্ক: টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সিলেটের উইকেটে নিজেদের নখদর্পণে বলে দাবি করেছিলেন। কিন্তু পাকিস্তানের বোলিংয়ের সামনে হাওয়ায় উড়ে গেছে সে দাবি। ব্যাটারদের ব্যর্থতার মিছিলে ৯ উইকেটে বড় হার। দলের অভিজ্ঞ ক্রিকেটার সালমা খাতুন এখন বলছেন, উইকেটটা ভিন্ন। এ জন্য উইকেটের সঙ্গে দুষছেন বৃষ্টিকেও।
নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ মাত্র ৭০ রান করে। রান তাড়ায় নেমে মাত্র ১২.২ ওভারে লক্ষ্য পৌঁছে যায় পাকিস্তান। ব্যাটিংয়ে ব্যর্থতার ছায়া ছিল ফিল্ডিং-বোলিংয়েও। পড়েছে সহজ ক্যাচ। সালমার ভাষ্য, ‘উইকেটটা আলাদা ছিল। অনেক টার্ন হয়েছে। আগের ম্যাচে কিন্তু এমন ছিল না। প্রথম ওভারেই একটা উইকেট পড়ে গিয়েছে যে কারণে চাপটা আরও বেড়ে গিয়েছে। উইকেটটা এরকমই ছিল যেহেতু কালকে অনেক বৃষ্টি হয়েছে। ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেনি। এ কারণেই আমাদের রান এত কম হয়েছে।’
বাংলাদেশ শুরু থেকেই ধুঁকতে থাকে। ইনিংসের পঞ্চম বলে উইকেট পড়ে। মাত্র ৩ রানে নাই হয়ে যায় ৩ উইকেট। পাওয়ার প্লেতে আসে মাত্র ১২ রান। জ্যোতি-সালমারা ক্রিজ আকড়ে ধরে রানের চাকা সচল রাখার চেষ্টা করেও পারেননি। ‘আসলে আমাদের যেহেতু দ্রুত দুটি উইকেট পড়ে গেছে, এ জন্য জুটি গড়ার পরিকল্পনা ছিল সিঙ্গেল খেলার ওপরে। হয়তো ব্যাটাররা ওটা করতে পারেনি, আরও কয়েকটা উইকেট পড়ে গেছে।’
‘যখন দ্রুত দুটো উইকেট টানা পড়ে যায় তখন কিন্তু অ্যাপ্রোচ এমনিতেই একটু বদলাতে হয়। সেটা শুধু আমাদের বিষয় না, যেকোনো দলের বিপক্ষেই এটা হয়। ওই সময় পরিকল্পনা একটু বদলায়। যারা ব্যাট করে তারাই পরিকল্পনা করে’-আরও যোগ করেন সালমা। সিলেটে রাতের অধিকাংশ সময়ই বৃষ্টি হয়েছে। এমনিতেই সকালে বোলারদের জন্য উইকেট থাকে কার্যকর। টস ভাগ্য ম্যাচে অনেকটা এগিয়ে দেয়। টস হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সালমা বলেন, ‘আসলে দুটা (আগে ব্যাটিং-আগে বোলিং) নিয়েই প্রস্তুত থাকতে হয়। টসের ওপর নির্ভর করে আমি বলতে পারবো না। টস কে জিতবে সেটা তো কেউ জানে না।’


প্রকাশিত: অক্টোবর ৪, ২০২২ | সময়: ৫:০৬ পূর্বাহ্ণ | সুমন শেখ