সর্বশেষ সংবাদ :

রামেক হাসপাতালে কর্মচারির ‘ওষুধ চুরির’ ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের স্টোর থেকে এক কর্মচারীর ওষুধ পকেটে ভরার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে এবং তার বিচারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ওষুধ পকেটে ভরার ভিডিওটিতে দেখা যায়, গায়ে নীল রঙ্গের টি-শার্ট ও কালো ফুলপ্যান্ট পরিহিত রামেক হাসপাতালের একজন কর্মচারী ওয়ার্ডে ওষুধের ট্রলিতে থাকা একটি সাদা রঙ্গের কোটা আলমারিতে রাখলেন এবং সেটি রাখার পর পুনরায় ওষুধের ট্রলিতে ফিরে এসে বেশ তাড়াহুড়ো করে দুইহাত দিয়ে তিনবারে বেশকিছু ইনজেকশন তার প্যান্টের বাম পকেটে ঢুকাচ্ছেন। আর অপর প্রান্ত থেকে ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে ওই ব্যক্তিটি রামেক হাসপাতালের কোন পদে কর্মরত আছে তা এখনো জানা যায়নি।
এই ভিডিওটি রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন তার নিজ ফেসবুক আইডিতে মঙ্গলবার রাতে আপলোড করে লিখেছেন ‘রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ নং ওয়ার্ড মেডিসিন ব্লকে স্টাফের ওষুধ চুরি। রুগীর ওষুধ কিনতে হয় আর সরকারি ওষুধ চুরি হয়।’
ভিডিওটি দেখার পর খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার রামেক হাসাপাতালের ১৩ নং ওয়ার্ডে ওষুধ পকেটে ঢুকানো ওই কর্মচারী সকালের শিফটে ডিউটি করেছেন। হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মো. আবু তালেবের সঙ্গে এ ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন বিষয়টি তার জানা নেই। কেউ অভিযোগও করেনি। তাই ওই ওয়ার্ডে কর্মরত কর্মচারীর নাম পদবি বলতে পারব না। তবে খোঁঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার দুপুরে রামেকের এক কর্মকর্তা জানান, অনেক সময় মেঝেতে রোগি থাকে। সে কারণে ট্রলি সেখানে ঢুকে না। ফলে পকেটে করে ওষুধ নিয়ে যেতে হয়। তিনি বলেন, ভিডিওটি দেখার পর ওই ওয়ার্ডের সবাইকে ডাকা হয়েছিল। তাদের সঙ্গে কথা বলা হয়েছে। ওষুধ চুরি না পকেটে করে রোগির কাছে নিয়ে যাওয়া হয়েছে তা জানতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হবে। কমিটির প্রতিবেদনের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: আগস্ট ১১, ২০২২ | সময়: ৬:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ