সর্বশেষ সংবাদ :

এলোমেলো বোলিংয়ের পর লড়াই করে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ২০৬ রানের লক্ষ্য তাড়ায় পারল না বাংলাদেশ। ঝড়ো ব্যাটিংয়ে চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি নুরুল হাসান সোহান।
শেষ ১০ ওভারের ভীষণ বাজে বোলিংয়ে কাজটা হয়ে গিয়েছিল খুব কঠিন। লিটন দাসের ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়ার পর চেষ্টা করেছিলেন অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু শেষ পর্যন্ত জিম্বাবুয়ের গড়া পাহাড় ছোঁয়া হয়নি তাদের। প্রথম টি-টোয়েন্টিতে ১৭ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে ক্রেইগ আরভিনের দল।
শেষ ১০ ওভারে ১৩১ রান তুলে নিয়ে ম্যাচ অনেকটাই মুঠোয় পুরে ফেলেছিল জিম্বাবুয়ে। তবে গত বছর এই মাঠেই ১৯৩ রান তাড়া করে জেতা বাংলাদেশ সহজে হাল ছাড়েনি। অধিনায়কের ব্যাটে লড়াই করে যায় শেষ পর্যন্ত। কিন্তু ক্রমেই কঠিন হয়ে যাওয়া সমীকরণ আর মেলানো যায়নি। ২৬ বলে চার ছক্কা ও এক চারে ৪২ রানে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান। ২০৫ রান তাড়ায় ৬ উইকেটে ১৮৮ রান করে বাংলাদেশ।
ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন মূলত সিকান্দার রাজা। ২৬ বলে তার অপরাজিত ৬৫ রানের ইনিংসেই বাংলাদেশ পায় পাহাড়সম লক্ষ্য। আগামী রোববার একই মাঠে সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ।


প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ | সময়: ৪:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ