তালগাছে উঠে অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে তালগাছে উঠে মারা গেছেন গিয়াস উদ্দিন (৬৩) নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক। শুক্রবার (৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তানোর পৌর এলাকার তালন্দ উপরপাড়ায় এই ঘটনা ঘটে।
গিয়াস উদ্দিন ওই এলাকার বাসিন্দা। তিনি উপজেলার বেলপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বছরতিনেক আগে তিনি অবসরে যান।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তানোর থানার উপপরিদর্শক হাফিজুর রহমান। তিনি বলেন, কোমরে দড়ি বাঁধা অবস্থায় মরদেহ তালগাছে ঝুলছিল। টের পেয়ে স্থানীয়রা মরদেহ নামিয়ে আনেন। ধারণা করা হচ্ছে, মেরুদণ্ডের হাড় ভেঙে গিয়ে তিনি মারা গেছেন। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স্বজনদের বরাত দিয়ে এসআই হাফিজুর রহমান জানান, একজন শ্রমিক তালগাছের শুকনো ডালপালা কেটে দিতে ওই শিক্ষকের কাছে ৩০০ টাকা চেয়েছিলেন। কিন্তু ২০০ টাকা দিতে চাওয়ায় শ্রমিক আর কাজে আসেননি।
শেষে ভোর ৬টার দিকে নিজেই গাছে ওঠেন। কিছু শুকনো ডালপালাও কেটেছিলেন। সেগুলো নিচ থেকে নামানোর সময় তার ওপরে পড়ে যান। এতেই প্রাণ হারান অবসরপ্রাপ্ত ওই শিক্ষক।


প্রকাশিত: জুন ৪, ২০২২ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ