সর্বশেষ সংবাদ :

মান্দায় সরকারি রাস্তার গাছ কেটে নেওয়ার অভিযোগ

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় সরকারি একটি রাস্তা থেকে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার দেলুয়াবাড়ি-জোতবাজার রাস্তার বারিল্যা এলাকায় থেকে লক্ষাধিক টাকা মূল্যের গাছগুলো কেটে নেওয়া হয়।
অভিযুক্ত গোপাল চন্দ্র প্রামানিক বারিল্যা গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের কাঠ ব্যবসায়ী রায়হান আলীর কাছে গাছগুলো বিক্রি করে দেন বলে নিশ্চিত করেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মঙ্গলবার সকালের দিকে কাঠ ব্যবসায়ী রায়হান আলী লোকজন দিয়ে সরকারি রাস্তা থেকে আম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির বনজ গাছ কাটতে থাকেন। খোঁজ নিয়ে জানতে পারেন স্থানীয় গোপাল চন্দ্র প্রামানিক গাছগুলো কাঠ ব্যবসায়ী রায়হানের কাছে বিক্রি করে দিয়েছেন।
এ প্রসঙ্গে গোপাল চন্দ্র প্রামানিক বলেন, গাছগুলো তার ব্যক্তিমালিকানার জমিতে আছে। এজন্য সেগুলো বিক্রি করে দিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বলেন, বিষয়টি খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২ | সময়: ৪:২৯ পূর্বাহ্ণ | সুমন শেখ