রাজশাহীতে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

সানশাইন ডেস্ক;

রাজশাহীতে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন মহামান্য আদালত । একইসঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । জরিমানার অর্থ অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে আসামিকে । রোববার ৩০ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচার অনুপ কুমার এ রায় ঘোষণা করেছেন ।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাইমুল হক ওরফে মংলা। রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার সুলতানগঞ্জ মাজারগেট এলাকায় তাঁর বাড়ি । বাবার নাম মৃত সামশুদ্দিন বাগ। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করে ।

তিনি জানিয়েছেন, ২০১৫ সালের ১৮ নভেম্বর হেরোইনসহ গ্রেপ্তার হয়েছিলেন মাদক ব্যবসায়ী মংলা । এ নিয়ে সেদিন তাঁর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। বিচার শেষে সেই মামলার রায় ঘোষণা করলো আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো । পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।


প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ | সময়: ৮:২০ অপরাহ্ণ | সুমন শেখ