শনিবার, ২৮শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানীর নতুন এ্যাপাটমেন্ট ভবন খোরশেদ টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে। গতকাল সোমবার সকলে নগরীর দড়িখরবোনায় (উপশহর মোড় ) দো’য়া খায়েরর আয়োজনের মধ্য দিয়ে খোরশেদ টাওয়ারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, এমবি রিয়েল এস্টেটের চেয়ারম্যান মোঃ শামসুল আলম সেলিম, ব্যবস্থাপনা পরিচালক মো, আব্দুস সোবহান, পরিচালক আবদুল গফুর, ভূমি মালিকের পক্ষে আহসান আলী সম্রাট, মোহা, আবদুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।