মুন্ডুমালায় পুষ্টি বিষয়ক কর্মশালা

বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় দিনব্যাপী পুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় মুন্ডুমালা পৌর হলরুমে কারিতাস রাজশাহীর অঞ্চলের পুষ্টি প্রকল্পের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কারিতাস রাজশাহী অঞ্চলের ন্যাশনাল কো-অডিনেটর জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুন্ডুমালা পৌর প্যানেল মেয়র আতাউর রহমান বাবলু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোমেনুল ইসলাম, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নুরনবী, তানোর দীপশিখা এনজিও সহকারী সমন্বয়কারী রতনা মুরমুর, কারিতাস পুষ্টি প্রকল্পে জেপিও গোলাম রসুল, ডিপিও আমিনুল ইসলাম, এফও (পুষ্টি) আমিনুল ইসলাম, বাধাইড় ইউপির সচিব মমিনুল ইসলাম, ওয়ার্ড ভিশন তানোর শাখার প্রোগাম অফিসার সংজিৎ গাইনিসহ স্থানীয় ইউপি সদস্য, পুষ্টি প্রকল্পের গ্রামের সদস্য উপস্থিত ছিলেন।
পুষ্টি প্রকল্প কর্মশালা, কৃষি, খাদ্য, মৎস্যসহ নানা বিধ বিষয়ে অভিহিত করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১ | সময়: ৪:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ