সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এমরান আলী (২৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে দায়েরকৃত মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার এমরান আলী উপজেলার সদর ইউনিয়নের বড় জিনইর গ্রামের নূর ইসলামের ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক আবু হাসান জানান, গত সোমবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদীঘি গ্রামের স্বামীর অনুপস্থিতিতে
এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়। এরপর তার স্বামী বাদী হয়ে এমরান আলীর বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তের একপর্যায়ে বুধবার ভোরে তার
নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দায়েরকৃত মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বয়লার মুরগি বিক্রির মাইকিংয়ে প্রচারনা চালাচ্ছিল এমরান আলী। মাইকিং শুনে গৃহবধূ রাস্তায় এলে মাইকিং করা এমরান হোসেন ওই গৃহবধূর কাছে পানি খেতে চেয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। এসময় ওই বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে একা পেয়ে মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে দ্রুত পালিয়ে যায়।