দুর্গাপুর পৌরসভা নির্বাচনে ইসির নির্দেশনা প্রতিপালনের নির্দেশ এসপির

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ মোতাবেক পেশাদারিত্ব ও দায়িত্ব¡শীলতার সাথে নির্বাচনী নির্দেশনা প্রতিপালনের জন্য পুলিশ, ডিবি পুলিশ, আনসার ও ভিডিপি কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা প্রদান করেছেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন (বিপিএম) বার ।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় দুর্গাপুর থানা পুলিশের আয়োজনে অবাধ, সুষ্ঠু, ও শান্তুিপূর্ন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে এ নির্দেশনা দেন এসপি মাসুদ হোসেন।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হকের সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ রানা (বিপিএম) বার ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজীবুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার (ডিএসবি) রেজাউল ইসলাম। ব্রিফিং প্যারেড সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন হোসেন।
এর আগে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন পিপিএম, বিপিএম (বার) সহ অন্যান্য অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান দুর্গাপুর থানার ওসি নাজমুল হক থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা।


প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ