ইউক্রেন থেকে পোল্যান্ডে আসা ২৪ বাংলাদেশি দূতাবাসে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত দিয়ে আসা ২৪ প্রবাসী বাংলাদেশিকে দূতাবাস তাদের তত্ত্বাবধানে নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
শনিবার দুপুরে রাজশাহীতে নগর ভবনের গ্রিনপ্লাজায় বাংলাদেশ-ভারত সংস্কৃতিক মিলনমেলা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
এসময় শাহরিয়ার আলম বলেন, ‘গতকাল রাত পর্যন্ত প্রথম ব্যাচে ২২ জনকে পোল্যান্ড দূতাবাস তত্ত্বাবধানে নিয়েছে এবং মালদোভা দিয়ে আজকে আরও ২ জন যাচ্ছেন। এতক্ষণে হয়তো পৌঁছে গেছেন।’
ইউক্রেন অবস্থানরত যেসব বাংলাদেশি পোলান্ড ও রোমানিয়ার সীমান্ত দিয়ে যাবে তাদের হেফাজতে নেবে সেখানকার দূতাবাস। রোমানিয়ার সরকারও ২ দিনের থাকা খাওয়ার ব্যবস্থা নেবেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ইতিমধ্যে ৩ শতাধিক বাঙালির সাথে আমাদের কথা হয়েছে। আমরা বিভিন্নভাবে তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। পোলান্ড ও রোমানিয়ার দূতাবাসে নেওয়ার বিষয়ে সেখানকার বাংলাদেশি অ্যাম্বাসেডর ও কর্মকর্তাদের সাথে কথা হয়েছে। তারা দিন রাত কাজ করছেন।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইউক্রেনে অবস্থানরত যেসব বাংলাদেশিদের পাসপোর্ট নেই তাদের ১৫ দিনের ট্রাভেল ভিসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিদের বলা হয়েছে আপনারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বের হবেন। কারণ সেইফ জোনে যাওয়ার পথ আপনাদের জন্য কঠিন হবে।
সীমান্ত দিয়ে প্রবেশের সময় ট্রাফিক জ্যামসহ নানা ধরনের সমস্যায় পড়তে হতে পারে, খাবারের অপ্রতুলতা আছে, এটিএম মেশিনে টাকা পয়সার সরবরাহ কম আছে, কারণ যারা যাচ্ছেন তাদের বেশ কয়েকজন ইতিমধ্যে এ সমস্যায় পড়েছেন। তাই যারা যাবেন সব প্রস্তুতি নিয়ে যাবেন।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২ | সময়: ৪:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ