Daily Sunshine

বঙ্গোপসাগরে ৬ মাত্রার ভূমিকম্প

বঙ্গোপসাগরে অবিস্থত ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বৃহস্পতিবার সকালে এই ভূমিকম্প অনুভূত হয় আন্দামান দ্বীপে। তবে এর ফলে কোনো সুনামি সতর্কতাও জারি হয়নি বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে। আন্দামান নিকোবর দ্বিপপুঞ্জে এই মুহূর্তে সমুদ্রতলও খুব বেশি বাড়তে দেখা যায়নি।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে এই কম্পন অনুভূত হয়। নিকোবর দ্বীপই ছিল এর উৎসস্থল।

দিন সাতেক আগেই ভূমিকম্প অঅঘাত হেনেছিল ভারতের উত্তরের রাজ্য জম্মু ও কাশ্মীরে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।

সূত্র: কলকাতা টুয়েন্টি ফোর

সানশাইন অনলাইন/এন এ

জানুয়ারি ১৭
১৮:০০ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]