খেলাধুলা মানুষকে সুস্থ রাখে : এমপি এনামুল

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া যুব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩ টায় যোগীপাড়া যোগীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় অংশ গ্রহণ করে বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছী ফুটবল দল বনাম ঝিকরা ইউনিয়নের ফুটবল দল। ২-১ গোলের ব্যবধানে ঝিকরা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে শিরোপা লাভ করেন যাত্রাগাছী ফুটবল দল।
প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন। রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। এ সময় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, গ্রাম গঞ্জের মানুষ এখনও খেলা প্রেমি সেটা বলার অপেক্ষা নেই। দর্শকের উপস্থিতিই বলে দিয়েছে সুস্থ বিনোদনের মাধ্যম হিসেবে ফুটবলের বিকল্প নেই।
খেলাধুলার মাধ্যমে সামান্য হলেও মানষিক অবস্থার উত্তরণ সম্ভব। খেলা ভালোবাসেনা এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। খেলাধুলা শুধু উপভোগের বিষয় নয় এর মাধ্যমে শরীরের বিভিন্ন সমস্যা দূর করা করা যায়। যোগীপাড়া যুব ফুটবল টুর্ণামেন্টের এই আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। প্রতিটি মানুষের মানষিক প্রশান্তি প্রয়োজন। এরকম খেলার আয়োজন প্রতি বছর হোক এই কামনায় করছি।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, যোগীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাজেদুল ইসলাম সোহাগ, চেয়ারম্যান রেজাউল হক, আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, যোগীপাড়া যুব ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটির উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাদশা, আমছের আলী সান্টু, টুর্ণামেন্টের সভাপতি আব্দুর রউফ বাচ্চু, সাধারণ সম্পাদক মাহিরুল ইসলাম শেখ, মাহাবুর রহমান মিঠু, সিদ্দিকুর রহমান, আসাদুজ্জামান, হাসান প্রাং, আলীম শেখ, আব্দুর রাজ্জাক প্রমুখ। রেফারী হিসেবে ফাইনাল খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর।


প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ | সময়: ৬:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর