Daily Sunshine

‘হেঁটে’ গেলো নতুন স্থানে ৫ তলা ভবন !! 

Share

সানশাইন ডেস্ক :  অবিশ্বাস্য হলেও সত্য- চীনের সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় হুয়াংপু জেলার বাসিন্দারা এই মাসের শুরুতে একটি অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করেছেন: একটি ভবনের ‘হেঁটে চলা’।

৮৫ বছর পুরনো একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পুরোটা মাটি থেকে তুলে নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। এই কাজে ব্যবহার করা হয়েছে নতুন এক ধরনের প্রযুক্তি। এই প্রযুক্তিকে ওয়াকিং মেশিন বলে ডাকা হচ্ছে।

ঐতিহাসিক স্থাপনা সুরক্ষার অংশ হিসেবে ইঞ্জিনিয়াররা পাঁচতলা ভবনের নিচে প্রায় ২০০টি ‘মোবাইল সাপোর্ট’ বসান। এগুলো রোবটের পায়ের মতো। এটি দুই অংশে বিভক্ত। একটি উপরে উঠলে আরেকটি নিচে নামে। মানুষের হাঁটার মতো। এগুলোতে যুক্ত করা সেন্সর দিয়ে ভবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়।

সাংহাই এভোলিউশন শিফট নামের কোম্পানি ২০১৮ সালে এই প্রযুক্তি উদ্ভাবন করে। কোম্পানির প্রধান কারিগরি সুপারভাইজার ল্যান উজি বলেন, এটি হলো ভবনকে ক্রাচ দেওয়ার মতো, যাতে করে এটি দাঁড়াতে এবং পরে হাঁটতে পারে। সূত্র: সিএনএন

সানশাইন/শাহ্জাদা

অক্টোবর ৩১
১২:৪৭ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

শীতের আমেজে আহা…ভাপা পিঠা

রোজিনা সুলতানা রোজি : প্রকৃতিতে এখন হালকা শীতের আমেজ। এই নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভাপা পিঠার স্বাদ নিচ্ছেন সবাই। আর এই উপলক্ষ্যটা কাজে লাগচ্ছেন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী। লোকসমাগম ঘটে এমন মোড়ে ভাপা পিঠার পসরা সাজিয়ে বসে পড়ছেন অনেকেই। ভাসমান এই সকল দোকানে মৃদু কুয়াশাচ্ছন্ন সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন অনেক পিঠা প্রেমী। রাজশাহীর বিভিন্ন

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

৭ ব্যাংকের সমন্বিত নিয়োগ পরীক্ষা স্থগিত

সানশাইন ডেস্ক: সাত ব্যাংকের সিনিয়র অফিসার পদের সমন্বিত নিয়োগ পরীক্ষা (২০১৮ সালভিত্তিক) স্থগিত করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর ৬৭টি কেন্দ্রে এ পরীক্ষা হওয়ার কথা ছিল। শনিবার (২৮ নভেম্বর) ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যে সাতটি ব্যাংকের নিয়োগ পরীক্ষার স্থগিত করা হয়েছে সেগুলো হলো হলো—সোনালী

বিস্তারিত