বুধবার, ১৮ই মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক; ওয়ানডেতে অবিস্মরণীয় সিরিজ জয়ের পর এবার টেস্টের মিশনে জোহানেসবার্গ থেকে ডারবানে পাড়ি জমিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল । তবে টেস্টের দলে না থাকায় আলাদা হয়ে গেছেন ৪ জন । তারা হলো মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে প্রথম তিনজন আজ শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ফিরেছে দেশে ।
তবে মোস্তাফিজ দেশে ফিরেননি, সরাসরি চলে গেছেন ভারতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসরে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে খেলবে মোস্তাফিজ।