
ক্রীড়া প্রতিনিধি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে সোমবার থেকে বঙ্গবন্ধু ২২ তম জাতীয় ক্রিকেট লীগের খেলা শুরু হয়েছে। লীগের উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. ডাবলু সরকার। বিভগীয় ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আকবর আমিন বিদুত্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব ও ওয়াল্টন গ্রুপের প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন।
খেলায় টসে জিতে ব্যাট করতে নেমে শাহাদৎ হোসেনের উপর ভর করে ১ম ইনিংসে ৯০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে দিন শেষে ২৫৬ রান সংগ্রহ করে চট্টগ্রাম ডিভিশন। দলের পক্ষে ইয়াসির আলী ১১৯ বলে ৬৩, শাহাদৎ ২২৪ বলে ৮৮ ও ১০১ বলে ৫৫ রান করেন মেহেদী হাসান। রাজশাহীর ফরহাদ রেজা ৩৬ ও আসাদুজ্জামান ৫৫ রানে ২টি করে উইকেট নেন। এছাড়াও সাইফুল ইসলাম ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।
সানশাইন/ম.আমি