সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নাতির কোলে চড়ে ভোট দিয়েছেন ১০২ বছরের বৃদ্ধা

সানশাইন ডেস্ক :নাতি রুদ্র হাসানের কোলে চড়ে ভোট দিলেন ১০২ বছরের নতিফুন বেওয়া । আজ রোববার বেলা সাড়ে ১১ টায় দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় কথা হয় নতিফুন বেওয়ার সঙ্গে। তিনি বলেন, জীবনে এই বয়সে এসে ভোট দিতে পেরে নিজেকে আন্দদিত মনে করেছেন তিনি। এ বয়সে ভোট দিতে পারবেন এমনটি আশা করেনি নতিফুন।

বয়সের ভারে ঠিকভাবে কথা বলতে পারছেন না এই বৃদ্ধা মহিলা। তার বাড়ি বাউসা ইউনিয়নের ১ নম্বর দীঘা ওয়ার্ডের পুকুরপাড় গ্রামে। তার স্বামী মারা গেছে ৬০ বছর আগে। জাতীয় ও স্থানীয় নির্বাচনে কতবার ভোট দিয়েছেন তা বয়সের ভারে জানাতে পারেনি নতিফন। তার তিন মেয়ের অনেক আগেই বিয়ে দিয়েছেন। হয়তো আর এভাবে ভোট দেওয়ার সৌভাগ্য আসবে না বলেও হতাশা প্রকাশ করেন এই বৃদ্ধা ।

দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে কর্মরত পুলিশ অফিসার আবদুর রউফ বলেন, অনেক বৃদ্ধ এসে ভোট দিচ্ছেন। যারা হাঁটতে পারছেন না তাদের সহযোগিতা করে ভোট নেওয়া হচ্ছে।


প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১ | সময়: ৮:৫৮ অপরাহ্ণ | সুমন শেখ

আরও খবর