গোদাগাড়ীতে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কর্মশালা

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন ও জন্মনিবন্ধনের অনিয়ম প্রতিরোধে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় বুধবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা কর্মকর্তা শারমিন শাপলা প্রমৃখ। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন, উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর (ইউডিএফ) কর্মকর্তা এম এ মতিন।

কর্মশালায় প্রধান অতিথি বক্তব্যে বলেন সবাইকে একসাথে সামাজিক আন্দোলনের মাধ্যমে বাল্য বিবাহ, যৌতুক প্রথা, নারী নির্যাতন ও জন্মনিবন্ধনের অনিয়ম প্রতিরোধে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশদের ভূমিকা পালন করতে পালন করতে হবে।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: মে ২৫, ২০২২ | সময়: ৮:০৮ অপরাহ্ণ | Daily Sunshine