ঘন কুয়াশা ও তীব্র শীতে কাঁপছে রাজশাহী

সানশাইন ডেস্ক;

দেশের সবচেয়ে পরিষ্কারক পরিচ্ছন্ন জেলা রাজশাহী গত কিছুদিন ধরে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।চলছে মৃদু শৈত্য প্রবাহ। কনকনে হাড় কাঁপানো শীতের সঙ্গে ঘন কুয়াশায় জুবুথুবু অবস্থা জেলার মানুষের । বিশেষ করে গ্রামের মানুষের অবস্থা আরো খারাপ ।

এ জেলার সাধারণ ও খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। জেলার সড়ক ও মহাসড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা যায় ।

এ দিকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকা রাজশাহীর সাধারণ মানুষ শীতের কারণে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না। আর যারা জীবিকার তাগিদে কনকনে শীতকে উপেক্ষা করে কাজের সন্ধানে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা পড়েছেন চরম বেকায়দায়।

অন্যদিকে কিছুদিন ধরে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । বেশি আক্রান্ত হতে দেখা গেছে শিশু ও বয়স্কদের । শীতার্ত ও ছিন্নমূল মানুষেরা কনকনে শীতের তীব্রতা থেকে রক্ষার জন্য অনেকেই বাড়ির আঙ্গিনা ও ফুটপাতসহ চায়ের দোকানের চুলায় বসে আগুন পোহাচ্ছে।


প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২ | সময়: ১:১৩ অপরাহ্ণ | সুমন শেখ