Daily Sunshine

চারঘাটে ট্রেনের সাথে ভুটভুটির সংঘর্ষ, ট্রেন চলাচল বন্ধ

Share

টঙ্গী এক্সপ্রেস ট্রেনের সাথে ভুটভুটির সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) শলুয়া অরক্ষিত লেভেল ক্রসিং স্থানে এ দূর্ঘটনা ঘটে। ভুটভুটি প্রায় ৫০০ মিটার পর্যন্ত গিয়ে ট্রেনের ইঞ্জিনে আটকে যায়। পরবর্তীতে স্থানীয়রা ভুটভুটি উদ্ধার করে লাইনের পাশে স্থানান্তর করলে ট্রেন চলাচল শুরু হয়।

জানা যায়, মাছবাহী একটি ভুটভুটি অরক্ষিত লেভেল ক্রসিং গেট পার হওয়ার সময় ট্রেন চলে আসলে চালক সহ সঙ্গীয় একজন লাফিয়ে পালিয়ে যায়।

অক্টোবর ২৮
১৭:৩২ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]