Daily Sunshine

শেখ রাসেলের জন্মবার্ষিকীতে নগর যুবলীগের কর্মসূচি

Share

স্টাফ রিপোর্টার : সোমবার (১৮ অক্টোবর) স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী মহানগর যুবলীগ। রোববার নগর যুবলীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতু এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

কর্মসূচির অংশ হিসেবে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে মহানগর অন্তর্গত যুবলীগের সকল কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর সকাল ১১ টায় কুমার পাড়াস্থ দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা এবং শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং পরিশেষে সকাল সাড়ে ১১টায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নগর আওয়ামী লীগ কর্তৃক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের বিষয়ে জানানো হয়েছে।

উক্ত কর্মসূচিতে নগর যুবলীগের সভাপতি মোঃ রমজান আলী এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন বাচ্চুর নির্দেশনায় নগর কমিটির সকল নির্বাহী সদস্য, নগর কমিটির অন্তর্ভুক্ত সকল ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

 

 

সানশাইন/১৭ অক্টোবর/রনি

অক্টোবর ১৭
১৯:৩৫ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]