
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ৩ বছর মেয়াদী নবগঠিত ওই কমিটিতে সদস্যপদ পেয়েছেন কাটাখালী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলী।
এক প্রেস বিজ্ঞপ্তিতে আব্বাস আলী সদস্যপদ পাওয়ায় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, পবা-মোহনপুরের সাংসদ আয়েন উদ্দিনসহ আওয়ামী লীগ পরিবারের সকলকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ছাত্রলীগ থেকে রাজনৈতিক জীবনের শুরু আব্বাস আলী নানা ঘাত প্রতি উতড়ে এক সময়ের জামাত-বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত কাটাখালী পৌরসভায় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে ভূমিরা রাখেন। কাটাখালী এখন রাজনৈতিক ভাবে স্থিতিতিশীল। আব্বাস আলী ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকা কালীন ছাত্রলীগে নাম লেখান। এর পর ২০০২ সালে মহানগর যুবলীগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। এরপর কাটাখালী পৌর আওয়ামী লীগের কনভেনার ও পবা উপজেলার সদস্য নির্বাচিত হন।
প্রসঙ্গত, বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সরকারের মন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত দলীয় প্যাডে ৭১ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। এই কমিটি ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩বছরের জন্য স্থানীয় আওয়ামী লীগকে শক্তিশালী করতে ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে।