Daily Sunshine

নগরীতে অলিম্পিক সিমেন্ট’র ইফতার মাহফিল

Share

স্টাফ রিপোর্টার : নগরীর ভদ্রা এলাকার একটি চাইনজ রেষ্টুরেন্টে বৃহস্পতিবার অলিম্পিক সিমেন্টে লিমিটেড আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট লিমিটেড এর আঞ্চলিক ব্যবস্থাপক মিরাজ পারভেজ।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার ইফতে খায়ের আলম। বিশেষ অতিথি ছিলেন অলিম্পিক সিমেন্ট এর এরিয়া সেল্স ম্যানেজার রিয়াজ আহম্মেদ। এছাড়াও মাসুদ, নাজমুল হোসেন, সুনিল চন্দ্র, সাবেক চেয়ারম্যান মফিজ, মাহমুদ, হাজী আকতাবুল ইসলাম, মেমিনুল ইসলাম, মোবারক হাজী ও আব্দুস সালেকসহ অলিম্পিক সিমেন্টের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ডিলার ও শুধিজন উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে অত্র প্রতিষ্ঠানে উন্নতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মােনজাত করা হয়।

মে ২৩
২১:৪৭ ২০১৯

আরও খবর