Daily Sunshine

রাজশাহীতে মা দিবস পালন

Share

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে মা দিবস পালন করেছে শিল্পী নাজনীন আখতার লতা স্মৃতি সংসদ। দিবসটি উপলক্ষে রবিবার সকালে সংগঠনটির উদ্যোগে রাজশাহীর কাশিয়াডাঙ্গা ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রয়াত শিল্পী লতার ২০০৩ সালে আঁকা একটি ছবির পোস্টার উন্মোচন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিল্পী আখতার লতা স্মৃতি সংসদের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য বেগম আখতার জাহান। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী শাহীন আখতার রেণী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ড. মোস্তফা শরীফ আনোয়ার, কাশিয়াডাঙ্গা কলেজ গভর্নিং বডির সভাপতি আবু সালেহ।
সভায় শাহীন আখতার রেণী বলেন, মা ছাড়া দুনিয়ায় কোনো গতি নাই। মাকে ভালোবাসতেই হবে। কিন্তু ইদানিং কোনো কোনো সন্তান তার মাকে ভালোবাসেন না। এটা খুবই দুঃখজনক। আমরা এই সমাজে কোনো বৃদ্ধাশ্রম দেখতে চাই না। আমরা প্রতিটা বাড়িকেই আনন্দাশ্রম হিসেবে দেখতে চাই।
সভাপতির বক্তব্যে সাবেক এমপি আখতার জাহান বলেন, মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক তা আর কারও সঙ্গেই নেই। মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, সন্তানও তার মাকে ভালোবাসে। এ সময় নিজের সন্তান শিল্পী নাজনীন আখতার লতাকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।
আলোচনা সভায় বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কল্পনা রায়, কাশিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ গোলাম গাউস, উপাধ্যক্ষ আবদুল করিমসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এদিকে পবায় বিশ^ মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পবা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হুসনা লাইলার সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এনামুল হক, পবা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরকার দুলাল মাহবুব। আইজিএ প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মা ও বোনেরা। শেষে অনুদানের চেক বিতরণ করা হয়।

মে ১৩
০২:১২ ২০১৯

আরও খবর

বিশেষ সংবাদ

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

প্রাণ ফিরে পাচ্ছে রাবির টুকিটাকি চত্বর

স্টাফ রিপোর্টার ,রাবি: টুকিটাকি চত্বর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিরপরিচিত একটি চত্বর। প্রায় ৩৫ বছর আগে বিশ্ববিদ্যালয়টির লাইব্রেরি চত্বরে ‘টুকিটাকি’ নামের ছোট্ট একটি দোকান চালু হয়। খুব অল্প সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুখে মুখে টুকিটাকি নামটি ছড়িয়ে পড়ে। দোকানটি ভীষণ জনপ্রিয়তা পায়। ফলে সবার অজান্তেই একসময় লাইব্রেরি চত্বরটির নাম হয়ে যায়

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ মার্চ

সানশাইন ডেস্ক : ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়ার পক্ষে মত দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। এই পরীক্ষা ১৯ মার্চ নেয়ার দিন ধার্য করেছে পিএসসি। বুধবার বিকেলে পিএসসিতে এক অনির্ধারিত সভায় যথাসময়ে এই পরীক্ষা নেয়ার মত দেয়া হয়। পরীক্ষা পেছানোর বিষয়ে এ অনির্ধারিত সভায় কোনো আলোচনা হয়নি। ২০১৯ সালের

বিস্তারিত