Daily Sunshine

রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে মাসব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্প

Share

স্টাফ রিপোর্টার : শোকাবহ আগস্ট মাস ঘিরে ‘ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ রাজশাহী জেলা শাখা। রবিবার বিকেলে নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এর আগে শোকাবহ আগস্ট উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় দেশ ও জাতীসহ বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনার সুরক্ষা কমনা করা হয় এবং করোনা পরিস্থিতিতে সংগঠনের করণীয় নিয়ে আলোচানা করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মী ও সংগঠনটির মহিলা বিষয়ক সম্পাদিকা সীমা আক্তারের পরিচালনায় মাসব্যাপি এই চিকিৎসা সেবা ক্যাম্পে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, প্রেশার মাপা, সর্দি-জ্বরের প্রথমিক চিকিৎসাসহ করোনা প্রতিরোধে দিকনির্দেশনা প্রদান করা হবে এবং নমুনা পরীক্ষার জন্য রাসিকের সহযোগীতার ব্যবস্থা করে দেয়া হবে। কর্মসীচি উদ্বোধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ কমিটির ৪১ সদস্যের নেতৃবৃন্দ এবং সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ।

প্রসঙ্গত, গত ৫ মে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ, রাজশাহী জেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কমিটিতে মাসুদ রানাকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হাসান আলী দীলিপকে। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংগঠনটির প্যাডে আগামী দুই বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। গত ১৬ মে ছোট বনগ্রামে সংগঠনটির থানা পর্যায়ের একটি কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটির নেতৃবৃন্দ দায়িত্বভার গ্রহণ করেন।

সানশাইন/০১ আগস্ট/রনি

আগস্ট ০১
২০:৩৫ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]