
স্টাফ রিপোর্টার : রাজশাহী সংরক্ষিত আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আদিবা আনজুম মিতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর উপহার স্বরুপ অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মধ্যে শীতবস্ত্র হিসেবে তিনি কম্বল বিতরণ করেন। সোমবার দিনব্যাপী রাজশাহী জেলার তানোর উপজেলার চান্দুড়িয়ায়া, সরনজাই, কলমা, তালন্দ, পাচন্দর ও বাধাইড় ইউনিয়নে কম্বল বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলার ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, চান্দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব মোঃ মজিবর রহমান, সরনজায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল মালেক, সরনজাই ইউনিয়নের সচিব মোস্তাক আলী, ৮ নং ওয়ার্ড সদস্য দেলসাদ আলী, ৯ নং ওয়ার্ড সদস্য মাহাতাব আলী, সংরক্ষিত সদস্য নাসিমা, সংরক্ষিত সদস্য সাওকাত আরা, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সেলিম উদ্দিন, ৮ নং ওয়ার্ড এর মহিলা লীগের ইউনিয়ন সভাপতি মোসাঃ মিনা বেগম, ৬নং ওয়ার্ড মহিলা লীগের সভাপতি মোসাঃ পারুল বিবি, কলমা ইউনিয়নের সভাপতি ও চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম স্বপন, ৪ নং ওয়ার্ড সদস্য নাসির উদ্দিন, ৫ নং ওয়ার্ড সদস্য খাইরুল ইসলাম ও ৮ নং ওয়ার্ড সদস্য তাজিমুদ্দিন।
সানশাইন/০৯ ফেব্রুয়ারি/রনি