Daily Sunshine

বিএনপির উচিত সংসদে আসা : তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যতই পুনর্নির্বাচনের দাবি করুক এটা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। এটা কখনও হবে না।

তিনি বলেন, মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর দল ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ না করায় বিলুপ্ত হয়ে গেছে। আজ বিএনপির অবস্থাও তাই হয়েছে। সংখ্যায় যতই কম হোক কেন, বিএনপির উচিত সংসদে আসা। বিএনপি যদি সংসদে না আসে তাহলে আরও একটি ভুল করবে।

সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার জংশন বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা-প্রতিষ্ঠান পরিদর্শনকালে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপি অস্বাভাবিক অবস্থায় জন্মগ্রহণ করেছিল। সামরিক শাসনের মধ্য দিয়ে দলটির জন্ম হয়েছে। সেই দল রাজনীতিতে টিকতে পারে না। ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে বিএনপি।

সানশাইন অনলাইন/এন এ

জানুয়ারি ১৪
১৭:১৭ ২০১৯

আরও খবর

[TheChamp-FB-Comments]