সর্বশেষ সংবাদ :

অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান উৎপাদনের তথ্য চেয়েছে সরকার

সানশাইন ডেস্ক: অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান উপলক্ষে উপজেলাভিত্তিক সম্ভাব্য গম উৎপাদনের তথ্য চেয়েছে সরকার। খাদ্য অধিদপ্তর থেকে বুধবার দেশের সকল আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে চিঠি পাঠিয়ে এ তথ্য চাওয়া হয়েছে।
অধিদপ্তরের পরিচালক মো. রায়হানুল করীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অভ্যন্তরীণ গম সংগ্রহ অভিযান-২০২২ আগামী এপ্রিল থেকে শুরু হবে। আসন্ন গম সংগ্রহ অভিযানে উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা ধার্য করার লক্ষ্যে জেলাগুলোর উপজেলাওয়ারি সম্ভাব্য গম উৎপাদনের তথ্য প্রয়োজন। সে লক্ষ্যে প্রতি উপজেলার গম উৎপাদনের তথ্য আগামী তিন মার্চের মধ্যে ই-মেইলসহ হার্ডকপি বিশেষ বাহক মারফত জরুরি ভিত্তিতে এ বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা হলো। সম্ভাব্য গম উৎপাদনের তথ্য রাউন্ড ফিগারে (দশমিক ব্যতীত) পাঠাতে হবে। গম উৎপাদনের তথ্য পাঠানোর পর আর কোনো সংশোধনী গ্রহণ করা হবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২ | সময়: ৪:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর