বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে। শনিবার দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়। জ্যোতিনগঞ্জ বাজারে জাহিদ ইন্টার প্রাইজ নিজস্ব ব্যবসা কেন্দ্রে চক্ষুসেবা দেয়া হয়।
উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও মৎস্য ব্যবসায়ী জাবের আলী গাইন ব্যক্তি উদ্যোগে প্রায় তিন শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদানে সহযোগীতা করেন।
এলাকার অসহায়, দুস্থ, বয়স্ক নারী-পুরুষদের বিনা মূল্যে চশমা, ড্রপ, প্রয়োজনীয় ঔষধপত্র দেয়া হয় এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। নওগাঁ ইস্পাহানী হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন।
ডাক্তার জোবায়দুল হাসান, আশরাফুল ইসলাম, আজাদুল ইসলাম এর তত্ত¦বধানে চক্ষু রোগীদের চক্ষু পরীক্ষা করা হয়। যাদের অপারেশন প্রয়োজন তাদের অপারেশন জন্য নির্বাচিত করা হয়েছে। অন্যদের চক্ষু পরীক্ষাসহ প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
এ সময় সহযোগীতা করেন জাবের আলীর সহধর্মিনী জুলেখা বিবি, কন্যা জেসমিন আরা, জামাতা মোজাম্মেল হক, ইউপি সদস্য নারায়ন চন্দ্র, গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, রতন কুমার, বাবর আলী।


প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২ | সময়: ৬:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ