গুরুদাসপুরে আশ্রয়ণ প্রকল্পের ৩৬ নারী পেলো সেলাই মেশিন

গুরুদাসপুর প্রতিনিধিঃ

নাটোরের গুরুদাসপুর উপজেলার কালাকান্দর এলাকার আশ্রয়ণ প্রকল্পের আওতাধীন ৩৬টি পরিবার ১টি করে সেলাই মেশিন পেল। শনিবার (২১মে) গুরুদাসপুর উপজেলা ভূমি কার্যালয় চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওই সেলাই মেশিন উপকারভোগীদের হাতে তুলে দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রাসেল, উপজেলা প্রকৌশলী মিলন মিয়াসহ আরো অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন জানান, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে উপকার ভোগীদের সেলাই মেশিন সহ বিভিন্ন রকম সহায়তা প্রদান করা হচ্ছে।

পর্যায়ক্রমে উপজেলার ২৯৪ উপকারভোগী পরিবারকে এই সেলাই মেশিন সহায়তা দেওয়া হবে বলে জানান।প্রধানমন্ত্রীর ঘর পাওয়া প্রতিবন্ধী আব্দুল জব্বারের স্ত্রী খাদিজা বেগম ও শহীদুল সরদারের স্ত্রী উজালা বলেন, তাদের স্বামী ঠিকমতো কাজকর্ম করতে পারেন না। দর্জির কাজ শিখেছেন। সেলাই মেশিন দিয়ে তারা তাদের আয় বাড়াবেন। স্ব”ছলতার স্বপ্ন দেখছেন তারা।

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: মে ২১, ২০২২ | সময়: ৯:৩০ অপরাহ্ণ | Daily Sunshine