সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে পারিবারিক বিরোধ, মারপিটের ঘটনায় আহত ৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক বিরোধ নিয়ে মারপিটের ঘটনায় তিনজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আয়েশা সিদ্দিকা সম্পা, আজাদ হোসেন, আসিব হোসেনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। এ ঘটনায় শনিবারে বেলা ১২ টায় ভুক্তভোগী আয়েশা সিদ্দিকা সম্পা বাদী হয়ে আব্দুল ওহাব, লিলন বেগমসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের আজাদ হোসেনের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল একই গ্রামের আব্দুল ওহাবের। এই জের ধরে গত বুধবার (২৭ এপ্রিল) সকালে আজাদ হোসেনের বাড়ির সামনে স্ত্রী আয়েশা সিদ্দিকা সম্পার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে লিলন বেগম। এসময় গালিগালাজ করিতে নিষেধ করলে এলোপাথারী ভাবে তাকে লাঠির দ্বারা মারপিট করে আজিম উদ্দিন, লিলন বেগম, মোছাঃ মোমিন, জিহাদ ও রাসেল। তখন আয়েশা সিদ্দিকা সম্পার চিৎকারে তার স্বামী আজাদ হোসেন ও ছেলে আসিব হোসেন এগিয়ে আসলে তাদেরকেও মারপিট করেন। এতেকরে গুরতর আহত হন তারা। তখন স্থানীয়রা আহতদের চিকিৎসার জন্য প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স পরে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২২ | সময়: ৬:১৬ অপরাহ্ণ | Daily Sunshine