বগুড়ার শেরপুরে ১০ শিক্ষার্থী পেল বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:বগুড়া জেলার সরকারি মিডিয়া লিষ্টভুক্ত একমাত্র সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার এর উদ্যোগে বিজয়ের ৫০ বছর ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২১ জানুয়ারি শুক্রবার বিকেলে পত্রিকার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু। পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, শেরপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, শেরপুর মহিলা অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক,চীফ রিপোর্টার মুন্সী আশরাফুল আলম পুরন, সহকারী শিক্ষক শাহনাজ পারভীন, পত্রিকার ষ্টাফ রিপোর্টার মুন্সী ইফতেখার উল ইসলাম ইফতি, নাজমুন নাহার রোজা, আশরাফী ভিন্ন, মুন্সী আহসানুল বারী সিদ্দিকী সার্থক, নাদিয়া নিশাত প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা গ্ৰন্থ “অসমাপ্ত আত্মজীবনী” ও সনদপত্র দেয়া হয়।

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২ | সময়: ৯:৩৭ অপরাহ্ণ | সুমন শেখ