রবিবার, ২২শে মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ।
রাজশাহীর পদ্মাপাড়কে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করতে বিচ বাইক ও বিচ চেয়ারের ব্যবস্থা করছে রাজশাহী সিটি করপোরেশন। আগামীকাল (২৪ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩ টায় লালন শাহ মুক্ত মঞ্চে বিচ বাইক ও বিচ চেয়ারের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
সংশ্লিস্ট সূত্রে জানা গেছে- প্রথম অবস্থায় দুই টি বিচ বাইক ও ১০ বিচ চেয়ারের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রেমে আরো বাড়ানোর সম্ভাবনা রয়েছে। লালনশাহ পার্ক ও পদ্মাপাড়ের বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। এবার রাজশাহীর পদ্মাপাড়ে যুক্ত হচ্ছে বিচ বাইক ও বিচ চেয়ার।