রাজশাহীসহ বিভিন্নস্থানে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালন

স্টাফ রিপোর্টার : রাজশাহীসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আপনার অধিকার আপনার দায়িত্ব দূর্নীতিকে না বলুন” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়।
পবা : পবা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসে এসব অনুষ্ঠানে প্রধান ছিলেন উপজেলা পরিষদ বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লসমী চাকমা’র সভাপতিত্বে ও পবা প্রেস ক্লাবের সভাপতি কাজী নাজমুল এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আশরাফ আলী দেওয়ান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শেখ এহসান উদ্দিন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। অনুষ্ঠানে আরো উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এস.এ.এম. ফজল-ই-খুদা, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এম এ মাতিন। স্বাগত বক্তব্য দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য রোকসানা নাজনীন। কর্মসূচিতে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শিবগঞ্জ: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে চাঁপাইনবাবগঞ্জে র‌্যালি ও মানববন্ধন করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশ বাংলাদেশ এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)। বৃহস্পতিবার মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাক সহ-সভাপতি রাইহানুল ইসলাম লুনা, সনাক সদস্য সেলিনা বেগম, স্বজন সদস্য এনামুল হক, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সহ-সমন্বয়কারী মোসাঃ জান্নাতুন ফেরদৌস পলি, সদস্য দীপংকর পাল, ইয়েস সদস্য মোঃ পারভেজ আক্তারসহ অন্যরা। দিবসটি উপলক্ষে দুর্নীতি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে টিআইবি সংশ্লিষ্ট অংশীজনের বিবেচনার জন্য নিম্নলিখিত দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি।
বাগমারা: বাগমারায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ, আকবর আলী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি প্ররিরোধ কমিটির সদস্য রমজান আলী, আসাদুজ্জামান, আব্দুল মতিন, রফিকুল ইসলাম, আমজাদ হোসেন, নাজমা বেগম প্রমুখ।
ধামইরহাট: দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মো. শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, দূর্নীতি প্রতিরোধ কমিটি ধামইরহাট শাখার সভাপতি হাবিবুর রহমান, সম্পাদক তাইমুর রহমান, সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন সাংবাদিক মোজাম্মেল হক, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু।
মোহনপুর: বৃহস্পতিবার মানববন্ধন শেষে উপজলো পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসনেরে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজলো পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, দুর্নীতি প্রতিরোধ উপজলো কমিটির সভাপতি এমাজ উদ্দিন মোল্লাসহ উপজলো প্রশাসনরে র্কমর্কতা, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
পত্নীতলা: পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন পত্নীতলা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ খালিদ সাইফুল্লা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ। সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার আমিনুল ইসলাম।
নিয়ামতপুর: মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিমল চন্দ্র প্রামানিক, উপজেলা শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর তমা চৌধুরী প্রমূখ।
পোরশা: উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা। মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, সহকারি কমিশনার (ভূমি) জাকির হোসেন, উপজেলা দূর্নীতিবিরোধী কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক। এসময় সভায় উপজেলা দূর্নীতিবিরোধী কমিটির সহ-সভাপতি একরামুল হক শাহ্ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মহাদেবপুর: উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যাপক (অবঃ) আলহাজ্ব আব্দুর রশিদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, জেলা আওয়ামীলীগের সদস্য অজিত মন্ডল, অধ্যাপক আব্দুল খালেক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুবেন চন্দ্র বর্মন, সদস্য সাংবাদিক ও প্রভাষক আজাদুল ইসলাম আজাদ, মাওলানা জাহিদুল ইসলাম প্রমুখ। এর আগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাপাহার: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানব বন্ধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটি সাপাহার শাখার সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল। উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যা আল মামুন, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধির চন্দ্র চৌধুরী, আব্দুল খালেক মাস্টার প্রমুখ বক্তব্য প্রদান করেন। জিরো পয়েন্টে প্রায় ঘন্টাকাল ব্যপী অনুুষ্ঠিত ওই মানব বন্ধন ও আলোচনা সভায় উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র চাত্রীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ: মানববন্ধন শেষে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ। সভায় জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ডা: হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা প্রশাসক শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খানসহ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নুরুল আমীন। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি ও তাজুল ইসলাম সোনার্দী,সাংবাদিক আতিকুল ইসলাম আজম।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২১ | সময়: ৫:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ