Daily Sunshine

দীর্ঘ সময় আয়কর প্রদানকারী লালমনিরহাট জেলার সাইফুল ইসলামকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান

Share

বুধবার (২৪ নভেম্বর) আর. ডি. আর. এস বেগম রোকেয়া অডিটোরিয়ামে কর অঞ্চল-রংপুরের আয়োজনে কর অঞ্চল রংপুর এর অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন কর অঞ্চল-রংপুর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান (মোস্তফা)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুস আলীম মাহমুদ, রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা, রংপুর কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী। স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-রংপুর অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, দীর্ঘ সময় আয়কর প্রদানকারী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারীগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সেরা করদাতা ২০২১ দীর্ঘ সময় আয়কর প্রদানকারী লালমনিরহাট জেলার মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তাঁকে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সানশাইন/ শামি

নভেম্বর ২৪
১৬:৫৩ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]