Daily Sunshine

বগুড়া শেরপুরে ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা 

Share

মিন্টু ইসলাম, শেরপুর বগুড়া প্রতিনিধি: আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য বগুড়ার শেরপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শেরপুর উপজেলার ১০ টি ইউনিয়নের মধ্যে ২নং গাড়িদহ মডেল ইউনিয়নের তফসিল ঘোষণা হয়নি এখনো। এজন্য তফসিল ঘোষিত ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জনসেবার জন্য এবার যারা নৌকার মাঝি হিসাবে দলীয় প্রতিক পেলেন ১নং কুসুম্বী ইউনিয়নে জুলফিকার আলি সনজু, ৩নং খামারকান্দি ইউনিয়নে আব্দুল মোমিন মহসিন, ৪ নং খানপুর ইউনিয়নে পরিমল দত্ত, ৫ নং মির্জাপুর ইউনিয়নে মোহাম্মদ আলী মুন্টু, ৬ নং বিশালপুর ইউনিয়নে শাহজাহান আলী, ৭ নং ভবানীপুর ইউনিয়নে  আবুল কালাম আাজাদ, ৮ নং সুঘাট ইউনিয়নে মনিরুজ্জামান জিন্নাহ, ৯ নং সীমাবাড়ী ইউনিয়নে গৌরদাস রায় চৌধুরী ও ১০ নং শাহবন্দেগী ইউনিয়নে আবু তালেব আকন্দ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
পরে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
অক্টোবর ০৮
১৯:৫৯ ২০২১

আরও খবর

[TheChamp-FB-Comments]