Daily Sunshine

পত্নীতলায় করোনায় আরও জনের মৃত্যু

Share

পত্নীতলা প্রতিনিধি: পত্নীতলায় করোনা পজিটিভ জনৈক আব্দুল গফুর (৬৫) নামের একজন রোগী মৃত্যুবরণ করেছেন। মৃত আব্দুল গফুর উপজেলার নজিপুর ইউপির যদুবাটি এলাকার মৃত আব্দুল কাইয়ুমের ছেলে। সোমবার দিবাগত রাত আড়াইটায় যদুবাটি এলাকার নিজ বাড়িতে শ্বাস কষ্ট হয়ে তার মৃত্যু হয়। এদিকে তার স্ত্রী আফরোজা (৫০) ও গুরুত্বর অসুস্থ বলে জানাগেছে। উপজেলায় এ পর্যন্ত করোনায় মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ জানান, আব্দুল গফুর গত ৩১ মে সোমবার করোনা পরীক্ষার জন্য নমুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিলে ৩ জুন বৃহস্পতিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় রবিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়।
সোমবার সকালে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর ইসলামিক ফাউন্ডেশনের সহযোগীতায় স্বাস্থ্যবিধি মেনে আব্দুল গফুরের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করেছে।
বর্তমানে উপজেলায় ২৫ জন করোনা পজিটিভ রোগী রয়েছে এবং এ পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

জুন ০৮
০৬:৫৬ ২০২১

আরও খবর