
সাপাহার প্রতিনিধি : নওগাঁর সাপাহারে করোনা আক্রান্ত হয়ে রফিকুল ইসলাম (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত রফিকুল ইসলাম উপজেলার শিরন্টি ইউনিয়নের (গোপালপুর) হরতকি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে,রফিকুল ইসলাম জ্বর,গলাব্যাথা,শ্বাসকষ্ট জনিত সমস্যা অনুভব করলে গত শনিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ৩০ নং ওয়ার্ডে ভর্তি হন। দিনে দিনে তার অবস্থার অবনতি হলে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।বিকেল সাড়ে ৫টায় পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়।
সানশাইন/ম.আমি