
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় দিবর ইউপি (মল্লিকপুর আরএইচডি-দেবিপুর) বাজার ভায়া উত্তররামপুর সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মো. শহীদুজ্জামান সরকার।
শনিবার দুপুরে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্নাহ ঝরণা, দিবর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, থানা ওসি শামসুল আলম শাহ প্রমুখ।
সানশাইন/ম.আমি