
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার রাতে লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে এ সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেন নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম বাঘার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ লালপুর বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম কাওসার, আ স ম মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মো. খাইরুল বাসার ভাদু সহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সানশাইন/ম.আমি