
সানশাইন প্রতিবেদক ঃচায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন রাজশাহীর তাজ মোহাম্মদ। ইন-টাম সিকিউরিটি সলুশনের ম্যানেজিং ডাইরেক্টর তাজ মোহাম্মদকে সম্প্রতি চায়না সরকারের অনুমোদিত ওই সংগঠনটি ডেপুটি ডাইরেক্টর হিসেবে নির্বাচিত করে। দীর্ঘদিন ধরে চায়নাতে পরিবারসহ বসবাস করছেন তিনি।
চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর নির্বাচিত করায় চেয়ারম্যান ফখরুল ইসলাম বাবুর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাজ মোহাম্মদ।
বাংলাদেশ হতে চায়নাতে ব্যবসা, চাকরি, পড়াশোনসহ নানা কারণে যাওয়া ব্যক্তিদের সকল প্রকার সুবিধা নিশ্চিত করতে চায়না সরকারের সাথে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি।
রাজশাহীর সন্তান তাজ মোহাম্মদ চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেডের ডেপুটি ডাইরেক্টর নির্বাচিত হয়ে সকলের দোয়া চেয়েছেন। একইসঙ্গে সবার সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
এছাড়া যারা স্টুডেন্ট বিজনেস করেন এবং আরএমবি বিজনেস করেন তারা কাউকে জিম্মি করে বা অতিরিক্ত প্রলোভন দেখিয়ে অপরাধে জড়ালে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও হুশিয়ারি দেন তাজ মোহাম্মদ। তিনি বলেন, এমন অপরাধে জড়ালে চায়না এবং বাংলাদেশ অ্যাম্বাসির সাথে যৌথ উদ্যোগ তার পাসপোর্ট অথবা সার্টিফিকেট বাতিলের মতো সিদ্ধান্ত গ্রহণে সুপারিশ করা হবে। তাই এমন ঘটনা থাকলে প্রমানসহ যোগাযোগের আহ্বান জানান তাজ মোহাম্মদ।