
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পৌরসভা এ ম্যারাথনের আয়োজন করেন।
সোমবার সকালে পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়ে প্রায় ১০ কি.মি. রাস্তা প্রদক্ষিণ করে আবারও স্টেডিয়ামে এসে শেষ হয়। ম্যারাথনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন শ্রেণিপেশা এবং সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের সুধীজনেরা অংশ গ্রহণ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) এম এম আশিক রেজা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান ও প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবুসহ প্রায় হাজারের অধিক ব্যক্তি ম্যারাথনে অংশ গ্রহণ করেন।
সানশাইন/ম.আমি