বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত ১৪ ফেব্রুয়ারি বেলা ১২ টায় উপজেলার আধাইপুর ইউপির মাধপাড়া মাঠে কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় পানি কচু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসময় কৃষক মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএই নওগাঁর অতিরিক্ত উপ-পরিচালক শামীম ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হাসান আলী। অন্যদের মধ্যে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রশিদুল্লাহ, রোমানা তাসনিম।
কৃষি অফিসার বলেন, কোন্দাল ফসল প্রকল্পের আওতায় ব্যাপক সাড়া জাগিয়েছে। আশা করা যায় এ প্রকল্পের আওতায় উপজেলার কৃষকরা লাভবান হবে।
বদলগাছীতে কোন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস
ফেব্রুয়ারি ১৫
০৯:০১
২০২১