মোহনপুর সংবাদদাতা: রাজশাহীর মোহনপুর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানওয়ার হোসেন। এ সময় ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, থানার কর্মকর্তা ওসি তৌহিদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আইন শৃঙ্খলা কমিটির পর্যবেক্ষক এমাজ উদ্দিন মোল্লা, অ্যাড. জাহিরুল ইসলাম।
স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা ও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক, চোরাচালান প্রতিরোধে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম।
মোহনপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
জানুয়ারি ১২
০৬:২৯
২০২১