Daily Sunshine

সংসদ সদস্য ইসরাফিল আলম আর নেই

Share

সানশাইন ডেস্ক ; নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ৃ রাজেউন)।

সোমবার (২৭ জুলাই) সকাল ৬টা ৪০মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখেন। সেখানে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তার বড় মেয়ে ইসরাত সুলতানা।

ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিউটি জানান, ৬ জুলাই অসুস্থতা নিয়ে তিনি প্রথম এ হাসপাতালে ভর্তি হন। পরে পরীক্ষায় তার করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ে। কিছু দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে আসেন। পরে পরীক্ষায় করোনা নেগেটিভ আসে।

তিনি জানান, এ অবস্থায় গত ১৭ জুলাই আবার অসুস্থ হয়ে পড়লে ইসরাফিলকে আবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে শ্বাসকষ্ট তীব্র হলে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। তিনি হৃদরোগ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এই নেতা। সেই সংসদে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

সানশাইন/২৭জুলাই/এমইউ

জুলাই ২৭
১২:০৩ ২০২০

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সরকারি চাকরিতে আরও বেড়েছে ফাঁকা পদ

সানশাইন ডেস্ক : করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় বেড়েছে চাকরিপ্রার্থীর সংখ্যা, সঙ্গে ফাঁকা পদের সংখ্যাও বাড়ছে। সরকারি চাকরিতে এখন তিন লাখ ৮৭ হাজার ৩৩৮টি পদ ফাঁকা পড়ে আছে, যা মোট পদের ২১ দশমিক ২৭ শতাংশ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, অগাস্ট মাসে কোভিড-১৯ সংক্রমণ কমে আসবে

বিস্তারিত