Daily Sunshine

জাপান, নেপালের পর চীন ও ভারতের খেলোয়াড় নগরীতে

Share

আন্তর্জাতিক জুনিয়র টেনিস
স্পোর্টস ডেস্ক: রাজশাহীতে লাভেলো ২৮ তম আন্তর্জাতিক জুনিয়র অনূর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) টেনিস টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য চীন ও ভারতের খেলোয়াড়েরা গতকাল শুক্রবার নগরীতে এসে পৌঁছিয়েছে। এর আগে, জাপান ও নেপাল থেকে খেলোয়াড়েরা রাজশাহী এসে পৌঁছায়। বিদেশী খেলোয়াড়েরা নগরীর পর্যটন মোটেলে অবস্থান করছে।
এই প্রতিযোগিতা আগামী ১১ নভেম্বর থেকে নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জআমান লিটন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৪টি দেশের ৮০ জন খেলোয়াড় এবং কোচ ও অভিভাবকসহ প্রায় ১শ’ জন অংশ নেবেন। আগামীকাল রোববার থেকে শুরু হবে বাছাই পর্বের খেলা। এর আগে আজ শনিবার বেলা ১২ টায় টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। টুর্নামেন্ট চলবে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত।
জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক এহসানুল হুদা দুলু জানান, টুর্নামেন্টের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উদ্বোধনী অনুষ্ঠানে মনোরম ডিসপ্লে পরিবেশিত হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরো জানান, টুর্নামেন্টে ডাইরেক্টর মো: খশরু ও রেফারি হিসাবে থাকবেন ভারতের জয় মুখার্জি।

নভেম্বর ০৯
০৪:০৩ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

চাকরি ছেড়ে পত্রিকা করেছিলেন সাখাওয়াত হোসেন

চাকরি ছেড়ে পত্রিকা করেছিলেন সাখাওয়াত হোসেন

আবুল কালাম মুহম্মদ আজাদ: বিমানের এক সহযাত্রী বারবার মুখের দিকে তাকাচ্ছিলেন। তখন সাখাওয়াত হোসেনের সুপৌরুষ গড়ন। নেমেই সহযাত্রীটি পরিচিত হওয়ার জন্য হাত বাড়ালেন। তিনি একজন চলচ্চিত্র পরিচালক। তাঁর সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিলেন। তখন সাখাওয়াত হোসেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক। তাঁর ঝোঁক টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনার দিকে। এ জন্য মাঝে মধ্যে

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

বিআইডব্লিউটিএ’কে পিপিই ও মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

বিআইডব্লিউটিএ’কে পিপিই ও মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

সানশাইন ডেস্ক : করোনাকালে দুর্গতদের জন্য কাজ করে যাচ্ছে দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশ ও দেশের মানুষের কল্যাণে নিয়োজিত বসুন্ধরা গ্রুপ করোনা ভাইরাস থেকে রক্ষায় এবার নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-কে পিপিই এবং মাস্ক হস্তান্তর করেছে। বুধবার (২০ মে) মতিঝিলে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের

বিস্তারিত