Daily Sunshine

রাজশাহীতে হফাজতে ইসলামের বিক্ষোভ

Share

স্টাফ রিপোর্টার : ভোলায় ইসলাম অবমাননা এবং প্রতিবাদী তৌহিদী জনতার উপর পুলিশি নৃশংসতা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে এই কর্মসূচির আয়োজন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগরী শাখা।
বিকাল তিনটায় নগরীর জিরোপয়েন্টে অবস্থিত বড় মসজিদের সমনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবারো জিরো পয়েন্টে এসে শেষ হয়। এসময় পুলিশি পাহাড়ায় বড় মসজিদের সমনে সমাবেশ করে সংগঠনটি। সমাবেশে বক্তারা জানান, নবীজীকে নিয়ে করা কটুক্তর প্রতিবাদে আয়োজিত সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। এতে কয়েকজন নিহত হয়েছে। এটা অত্যান্ত দুঃখজনক। এসময় বক্তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। অন্যদিকে অভিযুক্ত হিন্দু যুবককে অনতিবিলম্বে গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবি জানান তারা। এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজশাহী জেলা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অক্টোবর ২৩
০৩:৪৮ ২০১৯

আরও খবর

পত্রিকায় যেমন

বিশেষ সংবাদ

নারী উন্নয়ন ও ক্ষমতায়নে অনণ্য দৃষ্টান্ত শেখ হাসিনা

নারী উন্নয়ন ও ক্ষমতায়নে অনণ্য দৃষ্টান্ত শেখ হাসিনা

সানশাইন ডেস্ক : দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে। নারী শিক্ষা নিশ্চিত করা, নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়ন এবং কর্মক্ষেত্র

বিস্তারিত
এক নজরে

আমাদের সাথেই থাকুন

চাকরি

৩৮তম বিসিএসে সুপারিশ পেলেন ২২০৪ জন

৩৮তম বিসিএসে সুপারিশ পেলেন ২২০৪ জন

সানশাইন ডেস্ক : ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফল আজ মঙ্গলবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসে ২ হাজার ২০৪ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এর মধ্য দিয়ে ফলপ্রত্যাশীদের অপেক্ষার পালা শেষ হলো। পিএসসি সূত্র জানায়, আজ বিকেলে বিশেষ সভা শেষে পিএসসি ৩৮তম বিসিএসের চূড়ান্ত

বিস্তারিত