আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের কর্মসূচি

স্টাফ রিপোর্টার : আগামী রবিবার (২৯ মে) আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস। জাতিসংঘের অন্যান্য সদস্যরাষ্ট্রের মত বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। রাজশাহীতে দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) নানা কর্মসূচি হাতে নিয়েছে।
সকাল দশ’টায় ফেস্টুন এবং পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করবেন বাাংলাদেশ পুলিশ একাডেমি সারদা’র অধ্যক্ষ আবু হাসান মুহাম্মদ তারিক, বিপিএম। সকাল দশ’টা পাঁচ মিনিটে একটি বর্ণাঢ্য র‌্যালি সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে বের হবে।
পরে সকাল সোয়া দশ’টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় অধ্যক্ষ আবু হাসান মুহাম্মদ তারিক, বিপিএম প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন।


প্রকাশিত: মে ২৮, ২০২২ | সময়: ৬:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ